স্বেচ্ছা রক্তদান কর্মসূচি
atগুলশান ক্যাম্পাস
Category:
রক্তদানPlace:
গুলশান ক্যাম্পাসDate and Time:
Nov 04, 2019 09:00:am to 07:00 pmOrganized By:
সোস্যাল সার্ভিসেস ক্লাবDetails:
অদ্য ৪ নভেম্বর, ২০১৯ তারিখে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী ''স্বেচ্ছা রক্তদান কর্মসূচি'' এর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচি উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মতিউর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান, উপদেষ্টা মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অবঃ), ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. নুরুর রহমান, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বাংলাদেশ থ্যালাসীমিয়া সমিতি এর সহযোগিতায় আয়োজিত উক্ত স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেছেন ।