Presidency University
  • PRESIDENCY UNIVERSITY

Vocational students innovation project (ICVSIP 2022)

EVENT DESCRIPTION

হাইওয়ে বা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে। এগুলো দ্রুতগতিতে গন্তব্যে ছুটে যায়। গতির কারণে হাইওয়ের দুই পাশে এবং মাঝখানে প্রচণ্ড বাতাসের চাপ সৃষ্টি করে। বায়ুর এই চাপ কাজে লাগিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ৩ জন ছাত্র যৌথ উদ্যোগে এই ভারটিক্যাল এক্সিস টারবাইন উদ্ভাবন করেছেন। যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। উদ্ভাবকরা হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত উদ্দিন, সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আব্দুল্লা আল আরাফ এবং রেজাউল খান। তাদের তৈরিকৃত উইন্ড টারবাইনটিতে দেওয়া হয়েছে বেশ কিছু আইওটি সেন্সর। যার সাহায্যে ঐ মহাসড়কের তাপমাত্রা, বাতাসের আদ্রতা ও কার্বনডাইঅক্সাইডের পরিমান জানা যাবে। যা মহাসড়কের আশেপাশের মানুষদের অ্যাপের মাধ্যমে সরবরাহ করবে। তাদের এই প্রকল্পের মূল উদ্দ্যেশ হচ্ছে দেশে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে আরো সহজ করা। যাতে করে দেশে সোলারের পাশাপাশি বায়ু বিদ্যুৎ জনপ্রিয় হয়ে উঠে। এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হচ্ছে- সেন্সরের মাধ্যমে বাতাসে কার্বনের পরিমান ও বায়ু দূষণের পরিমাণ সম্পর্কে
মানুষকে জানানো। তারা এই প্রজেক্ট নিয়ে থাইল্যান্ড শিক্ষা মন্ত্রণালয়ধীন অফিস অব দ্যা ভোকেশনাল এডুকেশন কমিশনের আমন্ত্রণে ১৬-১৯ আগস্ট ২০২২ইং তারিখে থাইল্যান্ডের ফাংএনজিএ প্রদেশে অনুষ্ঠাতব্য Vocational students innovation project (ICVSIP 2022) শীর্ষক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন।

Powered by Froala Editor

 

Organized By

Presidency University

Location

    Thailand

Event Information

Category Project
Start Date Aug 16, 2022
End Date Aug 19, 2022
Start Time 10:00am
End Time 05:00pm